স্টাফ রিপোর্টার:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের পুনঃপ্রচার করেছে দশমিনা উপজেলা ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুনের দিকনির্দেশনায়, দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহম্মেদ রিডেনের নেতৃত্বে উপজেলার সাতটি ইউনিয়নজুড়ে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের তরুণ প্রজন্মের নেতাকর্মীরা অংশ নেন। পুনঃপ্রচার কর্মসূচিতে তারেক রহমানের গণতান্ত্রিক চিন্তাধারা, জাতীয় রাজনীতিতে তরুণদের ভূমিকা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ বার্তাগুলো তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি এক জাতীয় জাগরণের দলিল, যা বাংলাদেশের তরুণ সমাজকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে।
কাজী তানজির আহম্মেদ রিডেন বলেন,“তারেক রহমান আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর চিন্তা, আদর্শ ও দিকনির্দেশনা নতুন প্রজন্মকে সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে যেতে সাহস জোগায়। আমরা তাঁর নেতৃত্বে বিশ্বাস করি, কারণ তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের পক্ষে আপসহীন। ছাত্রদল সেই আদর্শের সৈনিক হিসেবে সব সময় মাঠে থাকবে।”
এই আয়োজনে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: ইমরান নেতৃবৃন্দ আরও জানান, ভবিষ্যতেও তারেক রহমানের আদর্শ ও দিকনির্দেশনা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।