ইউসুফ আলী প্রধান নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ।
২৭ জুন ২০২৫ইং, শুক্রবার বিকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে (মাসদাইর) দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে গণসংযোগ করেছেন খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ ও নেতৃবৃন্দ।
বাদ আছর পৌর কবরস্থান মসজিদ থেকে গণসংযোগ শুরু করে মাসদাইর ঘুরে ভোলাইল গিয়ে গণসংযোগ শেষ হয়। এসময় প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি হাজী আব্দুল করিম মিন্টু, নাসিক ১৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা রাশেদ, এনায়েতনগর ৭নং ওয়ার্ড সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হুসাইন ফারুসহ দুইশতাধিক নেতাকর্মী।