সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। পটুয়াখালীর গলাচিপায় বুধবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে পৌরমঞ্চে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন কথা বলেন। মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জুলাই আন্দোলন সম্পর্কে বলেন, ‘কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে পুলিশ ছাত্রদেরকে পাখির মতো গুলি করেছে। জুলাই গণ-আন্দোলনে আমরা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাপিয়ে পড়েছিলাম। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আনোদালন-সংগ্রাম কওেরছিলাম। কিন্তু এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। ৫ আগস্টের পর আবারও শুরু হয়েছে চাঁদাবাজি-দখলবাজি, জুলুম-নির্যাতন ও বিচারবিহীন হত্যাকান্ডের মত
ঘটনা।’ সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘সংস্কারের ক্ষেত্রে আমরা কোন আপস করবোনা।
অন্তর্বর্তী সরকারের সংস্কার ভালভাবে করা উচিত যাতে আমরা নির্বাচনে যেতে পারি। নির্বাচনের আগে অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে। পূর্ববতী শাসন আমলগুলো জনগণ ও দেশের জন্য ক্ষতিকর অনেক আইন করেছিল। তারা সংবিধানে বেশ কিছু পরিবর্তনও করেছিল। সেগুলোই প্রথমে বাদ দেয়া উচিত।’ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।’ আগামী জাতীয় নির্বাচন বিষয়ে রেজাউল করিম বলেন, ‘৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতির নির্বাচনে এককভাবে দল ক্ষমতায় যায়। যাওয়ার পর ফ্যাসিস্ট হয়, খুনি হয়, পাচারকারী হয়। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা তিন তিনটি শাসন দেখেছেন। জাতীয় পার্টির স্বৈর শাসন, বিএনপির দুর্নীতিবাজ সরকার, আওয়ামীলীগ ছিল স্বৈরাচার ও গণহত্যাকারী। এদের সবাইকে দেখেছেন। এরা সরল পথ বাদ দিয়ে বাঁকা পথে ক্ষমতায় এসেছে। এরা সব সময় আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। এরা আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়েছে। এবার আমাদেরকে সুযোগ দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায় তা আপনারা জানেন। তবুও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি।’ ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাকির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইষলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান, উপদেষ্টা মুহাম্মদ মোশারফ হোসেন মাতুব্বর, সহ-সভাপতি হাওলাদার মুহাম্মদ সেলিম মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবুল বশার জিহাদী প্রমুখ।