নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন’ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
শনিবার (১৭ জানুয়ারী) বাদ মাগরিব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা এলাকায় মৃধা বাড়ির আঙ্গিনায় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাশীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ আহমেদ বাবুল’র সভাপতিত্বে ও-ই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন নিমাই।
বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থণা করা হয়। একই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়।
২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ আলম’র সার্বিক সহযোগিতায় ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ আলী, কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
দেওভোগ মাদ্রাসা জামিয়া দারুল উলুম জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ ইয়াছিন ও-ই মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।