নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ- ‘ধর্মের আগে মানবতা’- এই শাশ্বত স্লোগানকে সামনে রেখে রাজধানীতে আহমদি রিলিজিয়ন অব পিস অ্যান্ড লাইট-এর অনুসারীদের বিশেষ ধর্মীয় উৎসব ১১তম ‘ফেস্টিভ্যাল অফ দ্যা উইল’ (Festival of the Will) পালিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি লেক পার্কে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাসূলুল্লাহ (সাঃ)- এর পবিত্র ‘ওছিয়ত’ বা শেষ ইচ্ছাপত্রের পূর্ণতার ১১ বছরে পদার্পণ উপলক্ষে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং রাসুল (সাঃ)- সহ সকল নবী-রাসূল ও আল্লাহর মনোনীত প্রতিনিধিদের প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের মূল পর্বে রাসূলুল্লাহ (সাঃ)-এর পবিত্র ওছিয়তনামা পাঠ করে শোনান সংগঠনের অনুসারী মোস্তফা কাওসার। পাঠ চলাকালে উপস্থিত সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের অনুসারী সাবিরুল ইসলাম সোয়েব ও সালমান আবেদীন। তারা আধ্যাত্মিক ত্যাগের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালান। তারা ‘ধর্মের আগে মানবতা’ শীর্ষক লিফলেট বিতরণ করেন এবং রাজধানীর বিভিন্ন স্থাপনায় ‘আনুগত্য একমাত্র আল্লাহর প্রতি’ স্লোগান সম্বলিত স্টিকার যুক্ত করেন। মূলত ধর্মীয় গোঁড়ামি দূর করে মানুষের মাঝে মানবিক বোধ জাগ্রত করাই ছিল এই প্রচারণার মূল উদ্দেশ্য। আয়োজক কমিটি জানায়, সংগঠনের বর্তমান নেতা আবদুল্লাহ হাশেম আবা-আল সাদিক (আঃ)-এর নির্দেশে প্রতি বছর বিশ্বব্যাপী ২৩ জানুয়ারি এই উৎসব পালিত হয়। তাদের বিশ্বাস, ওছিয়তের পূর্ণতা অনুসরণের মাধ্যমেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কেবলমাত্র মহান আল্লাহ কর্তৃক মনোনীত ব্যক্তিই বিশ্ব পরিচালনায় শান্তি আনতে পারেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যান্থনী গোমেজ, মোঃ মাহবুবুল হাফিজ (সোহেল), তৌফিকুর ইসলাম ও মোঃ নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য অনুসারীরা।