বিশেষ প্রতিনিধি:- বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১৯ নং ওয়ার্ড শান্তিনগর কবরস্থানটি শীতলক্ষা নদীর ভাঙ্গনের কবলে পরেছে। গ্রামবাসী অভিযোগ করেন গত সরকারের আমলে ভূমিদস্যুরা প্রভাব খাটিয়ে প্রশাসনের উচ্চমহল কর্মকর্তা কর্মচারী দিয়ে জোরপূর্বক ভাবে ডেজার দিয়ে গ্রামের বৃহত্তর কবরস্থান একটি অংশর মাটি কাটিং করে এর ফলে নদীতে বিলীন হয়ে যায় তার ফলে চলতি বর্ষায় শান্তিনগরের কবর স্থানটি নদীর পাড় ভাঙ্গার আশঙ্কায় দেখা দিয়েছে এলাকাবাসীর উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে ঐ স্থানটিতে নদীভাঙ্গার হাত থেকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
গ্রামবাসী আরো জানান ধর্মীয় অনুভুতি বিবেচনা করে অত্র এলাকার কবরস্থানটির জন্য একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার জন্য যাতে নদী ভাঙ্গার থেকে কবরস্থানটি রক্ষা করা যায়,
এলাকাবাসী আরো জানান খাতা কলমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও আমরা এখনো অনেক টা পিছিয়ে আছি। আমাদের দুর্যোগের সময় কাউকে পাশে পাচ্ছি না।
নৌ পরিবহন ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে আমাদের আবেদন যদি কিছু জিও ব্যাগ এই কবরস্থানটির জন্য বরাদ্দ করে অনুদান হিসাবে দেওয়া হয়। তাহলে এই কবরস্থানটি ভাঙ্গার কবর থেকে বেঁচে যাবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের এই শান্তিনগর কবরস্থানটির জন্য শীতলক্ষা নদীর তীরে,সড়কটি অর্ধেক নির্মাণ কাজ হয়েছে বাকি কাজটুকু দীর্ঘদিন যাবত বন্ধ ,আমরা বর্তমান সিটি কর্পোরেশনের প্রশাসকে বরাবর গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত চিঠি নগর ভবনে দিবে বলে জানায় তারা পাশাপাশি আমরা বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিত আকারে অবগত করব উল্লেখ্য বিষয়টি যেন তিনি পুনঃবিবেচনা করে দ্রুত একটি স্থায়ী জনবান্ধব ব্যবস্থা নেন।