মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। মহানগর আমির মাওলানা আবদুল জব্বার সৌজন্য উপহার স্বরুপ বই উপহার দিয়ে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এসময় প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরকে যানজট, মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে কার্যকর পরিকল্পনা জোরদার করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামি ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি অমিত হাসান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য ও মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, এডভোকেট তাওফিকুল ইসলাম দিপু প্রমূখ।