মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: বন্দরের নবীগঞ্জে চিশ্তিয়া দরবার শরীফে ১১তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে গতকাল রবিবার রাতে মোনাজাতের মধ্য দিয়ে ওরশ মোবারক সম্পন্ন হয়। প্রতি বছরের ন্যায় এবারও নবীগঞ্জ চিশ্তিয়া দরবারে ওরশ উপলক্ষে ২ দিন ওয়াজ মাহফিল ও সামা কাওয়ালী অনুষ্ঠিত হয়। ওরস মোবারকের ওয়াজ করেন মাওলানা মাহবুব আলম আল কাদরী,মাওলানা ফয়সাল আহমেদ,মাওলানা বদরুল আলম,মুফতি নাজিম উদ্দিন নুরী,ওয়াজ মাহফিলে নাটকের আম পরিচালনা করেন খাজা গোলাম মঈনুদ্দিন। মাওলানা বদরুলের পরিচালনায় ওয়াজ মাহফিলে আখেরি মোনাজাত ও সর্বোচ্চ করেন দরবারে খাদেম মাওলানা খাজা হেছাম উদ্দিন চিশ্তি।ওরশে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা সমাগম হয়। দোয়া শেষে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।