নরসিংদী প্রতিনিধি:দীর্ঘ ১০ বছর পর দেশব্যাপী শুরু হলো দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম। সারা দেশের ন্যায় নরসিংদী জেলায় শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তাঁর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে জেলার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এ শুমারির কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন, উপপরিচালক নরসিংদী জেলা পরিসংখ্যান অফিস রেজওয়ানা কবীর ও তথ্য সংগ্রহকারী জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা কামরান হাসান প্রমুখ।