নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬নং ওয়ার্ড বিএনপি কর্তৃক প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে ১৬নং ওয়ার্ড বিএনপি, নারায়ণগঞ্জ সদর ও মহানগর। বুধবার (২ জুলাই) বাদ আছর নগরীর মন্ডলপাড়ায় বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নাসিক ১৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলামিন প্রধান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ্ মোঃ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ. এম. আনোয়ার প্রধান।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের প্রেক্ষাপট তুলে ধরে এড. সাখাওয়াত হোসেন খান বলেন- নারায়ণগঞ্জ একটি বাণিজ্যিক জেলা। এখানে ব্যবসায়ীর পাশা-পাশি শ্রমিকের সংখ্যাও অনেক। আমরা আমাদের দলে ব্যবসায়ী এবং শ্রমিকদের অন্তর্ভুক্ত করব। যাতে মানুষ আমাদেরকে জঞ্জাল মনে না করে। আমাদের দলকে জনগণের সহায়ক শক্তিতে পরিণত করতে হবে।
দলীয় শৃঙ্খলার উপর জোড় দিয়ে তিনি আরও বলেন- যে যতো বড় নেতাই হোন না কেনো, যদি দলের সিদ্ধান্ত অমান্য করে ব্যক্তি স্বার্থে কোন কর্মকাণ্ড করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো ভেদাভেদ চাই না। সবাই মিলে-মিশে নারায়ণগঞ্জকে একটি সুন্দর বিএনপি পরিবার হিসেবে গড়ে তুলতে চাই।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকীম শিপলু’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- নাসিক ১৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, ক্রীড়া সম্পাদক শেখ স্বপন, ১৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল আরিফসহ বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।