মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোঃ রায়হান কবির আজ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার স্থলাভিষিক্ত হলেন।
এর আগে মোঃ রায়হান কবির সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (জন বিভাগ) পদে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি চট্টগ্রামে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।