নিজস্ব সংবাদদাতা: খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র আখেরী চাহার শোম্বাহ্ ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রাঃ) এর ১০৭তম ওরস মোবারক উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ গাউসিয়া কমিটি নারায়ণগঞ্জ মহানগর।
বুধবার (২০ আগষ্ট) সকাল ১০টায় নগরীর পুরাতন জিমখানায় খানকাহ্ ও মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ও-ই খানকহ্ ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনজুমান এ. রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও মানবিক সংগঠন বাংলাদেশ গাউসিয়া কমিটির মুখপাত্র আলহাজ্ব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার।
কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন’র সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব হাফেজ শফিকুর রহমান, আলহাজ্ব ওসমান গণি, সাংবাদিক আবু সাইদ কাদেরী, মাওলানা আবু নাসের মোহাম্মদ মুসা, মাওলানা আব্বাস উদ্দিন, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুহাম্মদ মাঈনুল হাসান প্রমূখ।