নিজস্ব সংবাদদাতা: প্রয়াত যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল’র উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহছিলের আয়োজন করা হেয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বাদ আছর নগরীর মিশনপাড়া এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ে এ পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ও-ই দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম, মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ, প্রয়াত ডেভিড’র ছোট ভাই মহানগর বিএনপি নেতা মাহবুব উল্লাহ তপন, ডেভিড’র ঘনিষ্ঠ বন্ধু নাসিক ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বরকত উল্লাহ সহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
উল্লেেখ্য, মমিন উল্লাহ ডেভিড নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থণা করেন। তার রুহের মাগফেরাত কামনা ও দেশবাসীর মঙ্গলের জন্য মোনাজাতে দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।