নিজস্ব সংবাদদাতাঃ- নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলার দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সমাবেশ সফল ও সার্থক করতে সদর থানা মৎসজীবী দলের আহবায়ক ডাঃ রাকিবুল হাসান ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান অপু’র নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে যোগদান করেছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাব সলিমুল্লা সড়কে অনুষ্ঠিতব্য জেলা বিএনপি’র সমাবেশে এ বিশাল এক মিছিল নিয়ে যোগদান করে।উক্ত মিছিলে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক ইমরান খন্দকার, যুগ্ম আহবায়ক লিটন ভূইয়া, সদস্য সাইদুর রহমান সাদ, মোঃ সাদ্দাম হোসেন জিতু, জাহিদ হাসান হৃদয়, প্রিতুল দেব, মোঃ মেহেদী হাসান, মোঃ শাহাজালাল সহ আরও অন্যান্য নেতা-কর্মীরা।