নিজস্ব সংবাদদাতা: তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সে-ই সাথে সংগঠনের অভিষেক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর দেওভোগ এলাকার এক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান।
ও-ই সময় অনুষ্ঠানে মোঃ হোসেন আলী রাজনকে আহবায়ক ও মোঃ আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মোঃ হোসেন আলী রাজন এর সভাপতিত্বে ও-ই সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- তারেক রহমান যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শফিউল বাদশা শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সলিমুল্লাহ করিম সেলিম, পারভেজ মল্লিক ও এড. রাজিব মন্ডল।
পরে সংগঠনের অভিষেক অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। সে-ই সাথে তারেক রহমান’র পরিবারের সকাল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থণা করা হয়।