নিজস্ব প্রতিবেদক : নাটোরে সিংড়ায় তরুণ সাংবাদিক শাকিল আহমেদ (২৫) কে হত্যার উদ্দেশ্য মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম এবং বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি গ্রামের মোঃ জহুরুল ইসলাম ( গ্রাম পুলিশ) এর ছেলে। তিনি বাংলাদেশ সমাচার পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি বাজার এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত ওই সাংবাদিক শাকিল আহম্মেদ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আহত সাংবাদিক শাকিল আহমেদ সকালে বনকুড়ি বাজারে গেলে পাশের শালমাড়া গ্রামের মৃত মোহাম্মদ ফকির মন্ডলের ছেলে মোঃ মুনছের আলী (৪৮) ও তার ছেলে মোঃ শাকিল ফকির, ওই গ্রামের সাদ্দাম হোসেন, ইবাদত আলী, মোহাম্মদ আলী’সহ আরো ৩ /৪ জন দলবদ্ধ হয়ে সাংবাদিক শাকিলের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এসময় তিনি রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবিষয়ে জানতে অভিযুক্ত মুনছের ফকিরদের সাথে একাধিকবার তাদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোন সাড়া পাওয়া যায়নি।
জানা যায়, সরকারি খাস সম্পত্তি, জোরপূর্বক জমি জায়গা দখল, অবৈধভাবে পুকুর খনন, মাদক সহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত সাংবাদিক শাকিল আহমেদ। এ হামলার ঘটনায় সাংবাদিক মহল হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে নাটোর জেলাসহ বিভিন্ন জেলার সর্বস্থরের সাংবাদিকরা রাজপথে নামবে।
এ বিষয়ে সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনতে ও হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।