তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ নানান বিষয়বস্তু নিয়ে ময়মনসিংহের ফুলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এর সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত চৌধুরী, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মটর মালিক সমিতির ফুলপুর শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম. সিরাজুল হক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মিটিংয়ে বক্তারা, আইন-শৃঙ্খলা, জুয়া, মাদক নির্মূল , চুরি, চোরাচালান, জোরপূর্বক জমি ও স্থাপনা দখল, নাশকতা, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, যানজট, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও আলোচনা করা হয় জন্ম-মৃত্যু নিবন্ধন, টাইফয়েড টিকাদান ক্যাম্পিইন সহ প্রচারণা বৃদ্ধির জন্য আরো কঠোর হতে বলেন। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, মাদক ও বিভিন্ন অপরাধবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদক ও অপরাধমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। এছাড়াও তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস-নাশকতা বিরোধী কমিটিগুলোকে আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান।