তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে জুলাই আন্দোলনে আহত ও নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক সহ নিহত পরিবার ও আহতের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি, উপজেলার বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, পিআইও আশীষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জলাই আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে, ফুলপুরে ৩ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ কৃষক সাইফুল ইসলাম সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।