শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: 2021 সালের পহেলা জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় নান্দাইল উপজেলার বৃহত্তম কোচিং সেন্টার কনফিডেন্স প্রাইভেট একাডেমি। প্রতিবছর এসএসসি এবং এইচএসসি রেজাল্টেও প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটিতে প্রতিমাসে একটি পূর্ণাঙ্গ মডেল টেষ্ট নেওয়া হয় এবং রেজাল্ট অভিবাবকদের কাছে পাঠানো হয় এবং মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সেই ধারাবাহিকতায় চলতি মাসেও একটি পূর্ণাঙ্গ মডেল টেষ্ট নেওয়া হয়। মডেল টেষ্টে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ফার্ষ্ট গার্ল মারিয়া রহমান তিন্নি। জানা যায় তিন্নি নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যু্গ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের তৃতীয় কন্যা। প্রথম স্থান অর্জনকারী তিন্নি বলে এই প্রতিষ্ঠানে পড়ে তার পড়াশোনার গতিশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এসএসসিতে সে জিপিএ-৫ পাবে বলে আশাবাদী।