শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আজ ১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য এক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশন হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরী করে, তাদের মেধাকে শাণিত করে, বৃত্তি প্রদান করে উৎসাহিত করা। আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন নুরুল হক, মহাসচিব এর দায়িত্ব পালন করছেন এ বি এম হুমায়ুন কবির এবং শিক্ষা সচিব এর দায়িত্ব পালন করছেন মোঃ আশরাফুল আলম। উক্ত এসোসিয়েশনের চেয়ারম্যান নুরুল হক কানারামপুর বেলালাবাদের শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের পরিচালক।
এসোসিয়েশনের চেয়ারম্যান নুরুল হক জানান তাদের এসোসিয়েশনের উপদেষ্টা ৬ জন এবং কার্যনির্বাহী কমিটি ১৮ জন নিয়ে গঠিত। জানা যায় এসোসিয়েশনটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিবছরেই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানমূলক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা আজ ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এবছর শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় এবছরের বৃত্তি পরীক্ষাটি সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষা উপলক্ষে আজকে কেন্দ্রের বাহিরেও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা ছিল। এসোসিয়েশনের চেয়ারম্যান নুরুল হক জানান প্রতিবছর তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।