শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আবুল সরকার নামে এক বাউল শিল্পী পবিত্র কুরআন ও আল্লাহর শানে কটূক্তি করেছে। ইসলামের অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো, বাউল সম্প্রদায় কর্তৃক বারবার পবিত্র কুরআনকে নিয়ে মিথ্যাচার এবং মহান আল্লাহ তা’লার শানে কুফুরী বক্তব্যের প্রতিবাদে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে বেয়াদবিমূলক কটূক্তি করায় বিশ্বব্যাপী ইসলাম প্রিয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে।
আজ ২রা ডিসেম্বর, ২০২৫ তারিখে ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে নান্দাইল উপজেলা চত্ত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি শুরু হয় আজ সকাল ১১ ঘটিকায়। উক্ত মানববন্ধনে ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্ধের পাশাপাশি অসংখ্য মাদরাসার ছাত্ররা এই মানববন্ধনে উপস্থিত হয়। বিশিষ্ট আলেম উলামার পাশাপাশি বিশাল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হওয়ায় মানববন্ধনটি জনসমুদ্রে পরিণত হয়।
উক্ত মানববন্ধনে ইত্তেফাকুল উলামার উপজেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্ধ খেলাফতে মজলিশের এমপি প্রার্থী শামসুল ইসলাম রহমানী, মাওলানা গোলাম মোস্তফাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তব্যে গ্রেফতারকৃত ভণ্ড আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত ফাসির রায় কার্যকর করার আহ্বান জানায় বক্তারা। এসময় বক্তাদের ফাসির রায়ের আহ্বানে স্লোগানে স্লোগানে মানববন্ধনকে মুখরিত করে মাদরাসার ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা।