শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নান্দাইল উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সোমবার ভোর থেকেই বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে। পুষ্পস্তবক অর্পণের পরে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
তখন পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিদের আকর্ষণীয় পুরস্কারের মধ্য দিয়ে উৎসাহিত করা হয়। ইউএনও মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পরে সকলেই দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম অভিবাদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেমা জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা রেবেকা সুলতানা ডলি ও নান্দাইল থানার ইনচার্জ জনাব আল আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।