শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল উপজেলার আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষককে রাজকীয় সংবর্ধনা দিয়ে বিদায় দেওয়া হয় গত ২২ নভেম্বর, ২০২৫ সালে। তাদের বিদায় অনুষ্ঠানে বর্তমান, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিদায় দেওয়া হয়। বিদায়ী দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির ও সহকারী শিক্ষক হামিদুর রহমান খান। গাড়ি শোডাওনের মধ্য দিয়ে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
গাড়ির পাশে দাড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান শিক্ষক-শিক্ষার্থীরা। বুঝা যাচ্ছিল শিক্ষকদের বিদায় দিতে কতটা কষ্ট হচ্ছিল অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান করে বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় এবং শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এসময় অনেক শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে গান ও স্মৃতিময় কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানকে আবেগাপ্লুত করে তুলে শিক্ষার্থীরা। জানা গেছে বিদায়ী শিক্ষকদের মধ্যে একজন ৩০ বছর আরেকজন ৩৭ বছর শিক্ষকতা করেন উক্ত বিদ্যালয়ে।