শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল মডেল থানার সামনে অপরিকল্পিত এক ময়লার ভাগাড় বানানো হয়েছে দীর্ঘদিন ধরে। স্থানটি রাস্তার পাশেই হওয়ায় ময়লার দুর্গন্ধে যাতায়াতে মানুষের এক দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্গন্ধে মানুষের অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে বলে জানায় স্থানীয়রা। ময়লার দুর্গন্ধের কারণে এই স্থানটিকে অনেকেই বিরক্ত হয়ে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বলে অভিহিত করে। থানার সামনের এই স্থানটি পৌরসভা মার্কেটের জন্য বরাদ্ধ ছিলো বলে জানা যায় কিন্তু বর্তমানে এখানে পৌরসভা মার্কেটের জন্য কোন কাজ চলমান নেই। স্থানটির একপাশ বর্তমানে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসরকের পাশে হওয়ায় যাতায়াতে মানুষের জনজীবন মারাত্মক কষ্টের সম্মুখীন হচ্ছে। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে জায়গাটি যেহেতু নান্দাইল পৌরসভা মার্কেটের জন্য নির্ধারিত তাই স্থানটি সাময়িকভাবে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহৃত হলেও তা যে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয় এবং দুর্গন্ধ যাতে দুরদুরান্ত পর্যন্ত না পৌছায়।