নারায়ণগঞ্জ প্রতিনিধি:গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের উদ্যোগে “হেলথ অ্যাওয়ারনেস, বিজনেস অপরচুনিটি ও সেলিব্রেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজে কোরআন হাফেজ মোঃ মহিববুল্লাহ।
অনুষ্ঠানের প্রথম সেশনে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরিচালনা করেন পুষ্টিবিদ পাপনুল হাসান ভুইয়া। তিনি সুস্থ জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। দ্বিতীয় সেশনে বিজনেস অপরচুনিটি বিষয়ক আলোচনা উপস্থাপন করেন এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের হেড অব মার্কেটিং এনামুল হক ভুইঁয়া। তিনি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, সম্ভাবনা ও উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তৃতীয় সেশনে অনুষ্ঠিত হয় জমকালো সেলিব্রেশন পর্ব। এ সময় ছয়জন এক্সিকিউটিভ- মোঃ মুক্তার হোসেন, মোঃ সালমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সোহাগ মিয়া, মোঃ ওমর ফারুক ও রোকসানা আক্তার এবং তিনজন সিনিয়র এক্সিকিউটিভ- মোঃ পারভেজ হোসেন, মোঃ আবদুল খালেক ও শারমিন আক্তারকে সম্মাননা ও সেলিব্রেশনের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ রহমত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ বরকত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব জি. কে. রাসেল এবং এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের উপদেষ্টা মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আল-আমিন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির ম্যানেজার রফিকুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল We10 Associates, এর নারায়ণগঞ্জ ইউনিট।