নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ব্যবস্থাপনায় আজ ২০ আগস্ট বুধবার থেকে ‘আরহাব জেলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও জাকারিয়া ইমতিয়াজ এবং চেসবাংলাদেশ.কম এর সম্পাদক মোরসালিন আহমেদ।
উদ্বোধনী দিনে দ্বিতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে ৮ শীর্ষে রয়েছেন। তারা হলেন ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, আমির সোহেল, মো. মেসবাহ উদ্দিন, ওমর ফারুক, মোকসেদ খান, শাহ আলম, সাব্বির আহমেদ সেন্টু এবং আমিনুল হাসান।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে জেলার ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।