নারায়ণগঞ্জ ফতুল্লা শাহজাহান রোলিং মেইল এলাকায় উইসডম গার্মেন্টস সংলগ্ন জায়গার মালিক মোঃ আশরাফের থেকে জায়গা ভাড়া নেন প্রতি মাসে ৬ লক্ষ টাকা টাকলা শামীমে। টাকলা শামীম মুন ডাইংয় নামক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেন। এই ডাইংয়ের সামনে দশ বস্তা বালু এবং দশ বস্তা সিমেন্ট রাখেন এক ভদ্রলোক।হঠাৎ করে সকল মালামাল কেবা কাঁহারা চুরি করে নিয়া যায়। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হৈচৈ শুরু হয়। ভুক্তভোগী কোন তথ্য প্রমাণ না পাওয়ার করনে ফতুল্লা থানায় গিয়া মামলা দায়ের করেন। মামলার আয়ু ছিলেন এসআই কামরুজ্জামান মিয়া,এসআই কামরুজ্জামান মিয়া জানান,অনেক কষ্ট করে তদন্ত সহকারে চুরির মামলায় সহ ঘটনা স্থান থেকে ২ সেপ্টেম্বরে বিকালে বাদ আছর দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফতুল্লা থানা পুলিশ। মুন ডাইংয়ের ভিতর থেকে মালিক ১/ শামীম (৬০) ও রহিম (৬২) তাদের দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান এই আসামীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু হয় এ মামলার এজাহার ভুক্ত নামীধারী আসামী দু’জন সহ কয়েকজনকে অজ্ঞাতনামা করে মামলা করেন বাকি আসামীদেরকে গ্রেফতার করার জন্যে প্রক্রিয়া চলছে। তবে দুজনকে গ্রেফতার করেছি,বাকি আসামীদেরকে আইনগত ভাবেই গ্রেফতারের প্রক্রিয়াধীন চলছে। তথ্য নিয়া আরও জানাযায়,চোর টাকলা শামীম অত্যান্ত দুষ্ট প্রকৃতির দুর্ধর্ষ নাশকতাকারী। বিগত ১৫ বছর পূর্বে এক ভদ্রলোককে কুপিয়ে যখম করেন এবং দুই হাতের কব্জি কেটে,কাটা কব্জি নিয়া এলাকায় মোহরা দেন চোর টাকলা শামীম তারপরে বিদেশ চলে যায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে । চোর টাকলা শামীম ১৫ বছর পলাতক থেকে ৫ আগস্টের পরে দেশে এসে নাশকতা মুলুক কর্মকাণ্ড বৃদ্ধিটা আরও বাড়িয়ে দেয়। আল্লাহর মহিমায় সকল শাস্তির শাস্তি দিলো চুরি করার অপরাধে মামলায় আসামী হয়ে আজ বন্ধি। চোর টাকলা শামীম ও সহোযোগিকে গ্রেফতার করাতে স্বস্তি বিরাজ করছে ফতুল্লাবাসীর মাঝে।