নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের সহধর্মিণী নার্গিস মাকসুদ অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। আজ মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৫, বিকাল ৫টায় নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নছোঁয়া পাঠশালা’র পথশিশুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি শিশুদের মুখে মিষ্টি তুলে দেন ও তাদের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করেন। নার্গিস মাকসুদ জানান, “এই শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের হাসি-খুশিতে নিজের সন্তানের মুখ খুঁজে পাই। আমি আগামীতেও তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।” এই সময় উপস্থিত ছিলেন, শিক্ষা বিষয়ক অনলাইন নিউজপোর্টাল ‘শিক্ষা তথ্য’ ও দৈনিক আজকের বাংলাদেশের সম্পাদক জি.কে. রাসেল, মোঃ ইকবাল হোসেন, আঃ রহিম, আশরাফুল দেওয়ান, মোশাররফ হোসেন, বিল্লাল হোসেন, মোঃ ফাহিম প্রধান, গনেশ বৈরাগী, মোঃ রকি, মোঃ রাব্বানী, মোঃ নাহিদ, মোঃ কাজী রিফাত, জুম্মন হোসেন ও মোঃ শুক্কুর আলী প্রমুখ। স্বপ্নছোঁয়া পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মোঃ হাইউল ইসলাম প্রধান (হাবিব) বলেন, সামাজিক কুসংস্কার ও অবিদ্যা ধারা ক্রমাগত প্রভাবিত হতে হতে শিশুদের মস্তিষ্কের ওয়ার্কিং স্ট্রাকচার বদলে যায় ফলে সত্য মিথ্যা অনুধাবনে ব্যর্থ হয় শিশু, হারিয়ে যায় অজ্ঞতায়, তাই আমরা সকলে পথশিশু ও কিশোর গ্যাং মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষে সকলের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক উদ্যোগ সবার মাঝে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন নারায়ণগঞ্জ বাসী।