হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ নবগঠিত নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স চার্টার্ড ক্লাবের অভিষেক অনুষ্ঠান ৬ ডিসেম্বর ২০২৫,শনিবার, নিউইয়কের লাগডিয়া এয়ার পোটের পাশে মেরিট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।খবর আইবিএননিউজ ।
গত সোমবার,২৪ নভেম্বর ২০২৫,ক্লাবের প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং অভিষেক কমিটির কনভেনার ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নাঈম আহমেদ এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল লাগার্ডিয়া মেরিট হোটেল কর্তৃপক্ষ এর সাথে চুক্তিবদ্ধ হন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন: ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ সোহেল, অভিষেক কমিটির সদস্য সচিব লায়ন আমির হোসেন কামাল, চিফ কোঅর্ডিনেটর লায়ন মনিরুল ইসলাম, লায়ন জামিল হোসেন, লায়ন আনোয়ার হক, লায়ন ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লায়ন মোঃ হুদা, লায়ন শাহিনুর রহমান বিপ্লব, লায়ন ইশতিয়াক রুমি, লায়ন সাজ্জাদ রহমান খান,দুলাল বেহেদু ও মিসেস কবরি ।
ক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে এবং নতুন ক্লাবের কার্যক্রমকে শক্তিশালী করবে।