২৪ নভেম্বর ২০২৪,রবিবার সন্ধ্যা ৬টায় হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ নিউইয়র্ক এ এই প্রথম এনওয়াইবাংলা”র আয়োজনে ২৪ নভেম্বর ২০২৪,রবিবার,সন্ধ্যা ৬টায়,৩৭-১১,৫৭ ষ্টীট উডসাউড এভিনিউ”র কুইনস প্যালেসে অনুষ্ঠিত হবে পালা গান এবং ব্যান্ড সংগীত । অনুষ্ঠানে। প্রবাসের গুনী শিল্পীগন সংগীত পরিবেশন করবেন ।এতে সকল প্রবাসীদের সাদর আমন্ত্নন জানিয়েছেন সংগঠনের পক্ষথেকে দুই সংগীত শিল্পী ঢোলী শফিক মিয়া ও ব্যান্ড শিল্পী হিরা ।