মোঃ পন্ডিত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিতাইগঞ্জে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরসহ বিভিন্ন মন্দিরগুলো পরিদর্শনে সেনাবাহিনীর চৌকস দল। গত মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাতে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া,শিব মন্দিরসহ বিভিন্ন মন্দিরের পুজা কমিটির উপস্হিতি এ পরিদর্শন করেন সেনাবাহিনী। সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন মন্দিরের দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা নির্মাণ ও প্রস্তুতিমূলক বিষয় মত বিনিময় সভা করেন। তাছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশনায় মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গাপূজার চলাকালীন সময় প্রতিটি মন্দিরে সেনাবাহিনী উপস্থিত থাকবেন।
সিদ্ধিরগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর ক্যাপ্টেনের নেতৃত্বে একদল চৌকস সেনাবাহিনী দল বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। বিভিন্ন মন্দিরের পূজা কমিটির সাথে দুর্গাপূজার কোন সমস্যা আছে কিনা? ঝুকিপূর্ণ কিনা? মত বিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন জয় কে রায় চৌধুরী বাপ্পি সভাপতি শ্রী শ্রী বলদেব জিউড় আখড়া ও শিব মন্দির। তিনি বলেন “ধর্ম যার যার উৎসব সবার” এ প্রতিবাদ্য সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে আমরা দুর্গাপূজা পালন করে আসছি।এখানে কোন ঝুকি ঝামেলা নেই। এবারও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসন ও রাজনীতি বিদ,সনাতন ধর্মের হিন্দু মতালম্বী ভাই বোনসহ সবার সহযোগিতা কামনা করছি।