শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মানবিক সংগঠন ‘নিশির আলো ফাউন্ডেশন’-এর আয়োজনে এক জমকালো ‘স্বেচ্ছাসেবী মিলন মেলা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ইউনুছিয়া ইশাআতুল উলুম তালতলা মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মুফতি আবুল খায়ের এ. কে. এম মোহাম্মদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেটের হযরত শাহ জালাল (র.) জামে মসজিদের খতিব মুফতি তোফায়েল আহমদ এবং উত্তর চন্ডীপাশা শাহীনূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা ওয়ালী উল্লাহ। এছাড়াও সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক ফুরকান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় নাশিদ শিল্পী ও গোল্ডেন ভয়েজ খ্যাত আবু উবায়দা-এর পরিবেশনা। এছাড়াও ‘ইলহাক্ব নাশিদ ব্যান্ড’ ও ‘ভোরের প্রদীপ নাশিদ ব্যান্ড’-এর শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামির সমর্থিত নান্দাইল উপজেলার এমপি প্রার্থী এডভোকেট এ. কে. এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি নান্দাইল উপজেলার সেক্রেটারি মাওলানা নুরুল আমিন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ধুরূয়া খালপাড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা জোবায়ের হোসেন সাহেব। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিশির আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ তারেক আহমেদ সাগর এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান আরিফ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।