স্টাফ রিপোর্টার: স্বৈরাচার সরকার পতনের পর নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার মোহাম্মদ হামিদুল ইসলাম জয় এখনো বহাল তবিয়তে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বারা পরিচালিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ২নং ক্লাষ্টারের যুব কাউন্সিলর পদে। একজন আওয়ামী ফ্যাসিবাদের দোসর কিভাবে এই পদে থাকে এবং এই পদটি ব্যবহার করে হামিদুল ইসলাম জয় এখনো নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের দোসরদের সংঘবদ্ধ করে সরকার বিরোধী পরিকল্পনা করছে এবং বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে নাশকতা করার পায়তারা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুচতুর ও দুরন্দর বখাটে যুবক হামিদুল ইসলাম জয় নিজের নামটি কাটছাট করে রেখেছে জয় হামিদুল এবং তার ফেসবুক আইডিতে নিজেকে পীর সাহেব বলে আখ্যায়িত করেছে। আওয়ামীলীগ সরকার আমলে ছাত্রলীগের পরিচয়ে প্রভাব বিস্তার করে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের প্রচার সম্পাদক ও ৫নং ওয়ার্ড পুলিশিংয়ের সাংগঠনিক সম্পাদকের পদ বাগিয়ে নেন। এছাড়াও সরকার অনুমোদনহীন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নিজেই বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যেত। আর ছাত্র জনতার ২৪ এর আন্দোলনে ফ্যাসিবাদী অয়ন ওসমানের সহযোগী হিসেবে আজিবপুর থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ছাত্রদের বেধরক পেটাতো এবং মারধর করে অনেকের হাত পা ভেঙে দিয়েছে এই বখাটে ছাত্রলীগ ক্যাডার জয় হামিদুল নামে সন্ত্রাসী।
বিভিন্ন দিবসে সাবেক এমপি শামীম ওসমান, কাউন্সিলর মতি, কাউন্সিলর বাদল সহ অয়ন ওসমানের নামে ব্যানার করে সাটিয়ে দিত বিভিন্ন জায়গায়। আর সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নিলার আশীর্বাদতো রয়েছেই জয়ের উপর। যার কারনে আওয়ামী লীগের প্রচারনা দেখিয়ে নিজের আধিপত্য বিস্তার করে সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে মানুষদের নাজেহাল করে ছাড়তো এই প্রতারক নামধারী সন্ত্রাসী। সার্চ বাংলাদেশের নারায়ণগঞ্জ আরবান ইউথ কাউন্সিলর এর ক্লাষ্টার ০২ নং এর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মোহাম্মদ হামিদুল ইসলাম জয়কে দ্রুত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বহিস্কার করে আইনের হাতে সোপর্দ করার জন্য সচেতন মহলের দাবী। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অন্যান্য যুব কাউন্সিলর বলেন, জয় হামিদুল একটা পাকনা পোলা। প্রচুর মিথ্যা কথা বলে এবং মানুষকে ধোকা দেওয়াই হচ্ছে তার কাজ।
এছাড়াও যুব কাউন্সিলরদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং সামাজিক কাজেও বাধা প্রদান করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় এই হামিদুল। তাছাড়া নারী কেলেঙ্কারিতো রয়েছেই। এই বেয়াদপের সাথে কেউ ভালো কথা বললেও পিছনের প্রভাব খাটিয়ে বড় বড় আওয়ামী লীগের নেতাদের পরিচয় দিয়ে ভয় দেখায়। বর্তমানে কয়েকজন বিএনপির নেতাগো পরিচয় দিয়ে তাদের দলে ভিরার চেষ্টা করছে এবং দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করে নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে সূত্রে প্রকাশ। এ ব্যাপারে হামিদুল ইসলাম জয়কে দ্রুত গ্রেফতার করতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছে সচেতন মহল।