শামছুল হুদা, নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি: নান্দাইল উপজেলার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হচ্ছে নূর মোহাম্মদ আইডিয়াল মাদরাসা। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মোঃ খাইরুর রহমান। প্রতিষ্ঠানটি আজ ১৬ই ডিসেম্বর, ২০২৫ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল এক বিজয় র্যালি উদযাপন করে। বিজয় র্যালিতে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খাইরুর রহমানসহ সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। র্যালিটি প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে বের হয়ে নান্দাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিটিতে প্রায় একশত পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী উপস্থিত ছিলো। র্যালি শেষ করে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে প্রধান শিক্ষকের বক্তব্যের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শেষ হয়। বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ খাইরুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন। একটি মাদরাসা হিসেবে মহান বিজয় দিবস উদযাপন করে অভিভাবক এবং সাধারণ মানুষের কাছে প্রশংসায় ভাসছে নূর মোহাম্মদ আইডিয়াল মাদরাসা।