পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের উপজেলার কচুয়াই ইউনিয়নে শেখ মুহাম্মদ পাড়ার নুরুল ইসলামের পুএ মুমিনুল রশিদ আপন বড় ভাই হারুনুর রশিদ ও মামুনুর রশিদ কতৃক মামলা হামলাসহ হয়রানি শিকার হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ ১০ বছরে একাধিকবার মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে সে এখন অসহায় অবস্থা দিনযাপন করছে। মুলত বাড়ির বসতভিটার জায়গা থেকে উচ্ছেদ করতে এ মামলা- হামলা শিকার হচ্ছে বলে মমিনুল রশিদের অভিযোগ করেন। ২০১৬ সাল থেকে পারিবারিক জায়গা নিয়ে বিরোধের জের ধরে এঘটনা ঘটছে। তার ধারাবাহিকতায় গত ১৮ সেপ্টেম্বর সাড়ে ১২ টার সময় মমিনুল রশিদ প্রতিপক্ষের দায়ে করা সিআর মামলা নং ৬০৬/২৫ আদালতে হাজিরা দিয়ে বাড়িতে গেলে হারুনুর রশিদ তার স্ত্রী সহ কয়েকজন মিলে হামলা চালিয়ে মমিনুল রশিদ কে আহত করে।
সেখান থেকে মমিনুল রশিদকে উদ্ধার করে তার পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করতে নিয়ে গেলে সেখানে পুর্নরায় হামলা করা হয় বলে মাওলানা মমিনুল রশিদের অভিযোগ। এসময় তার স্ত্রী বাচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন বলে মমিনুল রশিদ জানান। এ ঘটনায় মমিনুল রশিদ বাদী হয়ে পটিয়া থানায় হারুনুর রশিদ, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, ফাতেমা বেগম কে বিবাদী করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ে করেছে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার। হামলা- মামলা ভয়ভীতি প্রদর্শন বসতভিটা থেকে উচ্ছেদ পায়তারা বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান মাওলানা মমিনুল রশিদ।