চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজি মামলায় মোহাম্মদ লোকমান (৩৪) নামে এক এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটিয়া থানার এস আই শফিক এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ খবর পেয়ে ২১ অক্টোবর দুপুর ১২ টার সময় বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। সে কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার মৃত আবদুল মালেক এর পুএ। মামলার এজাহার সুএে জানায়যায়, লোকমান এর বিরুদ্ধে এম এ মন্নান নামে এক ব্যাংকার পটিয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদাবাজি ও বসতভিটা থেকে অনাধিকার প্রবেশ করে বিভিন্ন ফলজ গাছ কেটে নেওয়া এবং বাড়িঘর ভাংচুর, লুটপাট মামলা করে। উক্ত মামলা আদালত লোকমান বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে মোহাম্মদ লোকমান দীর্ঘদিন পালিয়ে থাকে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান এর নির্দেশে এস আই শফিক এর নেতৃত্বে একদল পুলিশ ২১ অক্টোবর দুপুর ১২ টার দিকে পটিয়া বাস ষ্টেশন এলাকা থেকে গোপন সংবাদের খবর ভিক্তিতে লোকমান কে গ্রেপ্তার করে। পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, মোহাম্মদ লোকমান কে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এছাড়াও লোকমান বিগত সময়ে মাদক মামলায় জেল হাজতে ছিল বলে জানান বাদী এম এ মন্নান। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ ফোরকান বিষয়টি নিশ্চিত করেন।