নিজস্ব সংবাদ দাতা পটিয়া: জাতীয় পার্টি মনোনীত চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী উন্নয়ন, সুশাসন পরিবর্তনে জন্য লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে ব্যাপক গনসংযোগ পথসভা করেছেন। লাঙ্গল মার্কার প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী ২৮ জানুয়ারি বুধবার শ্রীমাই, অলিরহাট, মুজাফফরাবাদ, খরনা, চৌধুরী পাড়া, চেয়ারম্যান ঘাটা, লালারখীল, ফকির পাড়া, ভাইয়া দীঘী এলাকায় ব্যাপক গনসংযোগ পথসভা করে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের একজন ভালো মানুষ দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিধ, দেশে উন্নয়ন সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই,
সবাই ঐকবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দিয়ে লুটপাট, দুর্নীতি, অনিয়ম এর বিরুদ্ধে জবাব দিতে হবে, এরশাদ ৯ বছর শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ, বর্তমানে দেশে লুটেরা বেড়ে গেছে, এইসব জনগণকে বুজতে হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন ঘোষণা, জন্মাষ্টমী বন্ধ, মসজিদ মন্দির পানি বিদ্যুৎ বিল মওকুফ করেছিল জাতীয় পার্টি, বাংলাদেশ দৃশ্যমান উন্নয়ন করেছে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।
আজ জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র বৈষম্য আচরণ হচ্ছে, জনগনকে সজাগ থাকতে হবে, আগামী ১২ ফেব্রুয়ারী ফরিদ আহমদ চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির পটিয়া উপজেলার আহবায়ক কাজী খোরশেদ আলম, পৌরসভার সদস্য সচিব মোস্তাক আহমদ, দক্ষিণ জেলা জাতীয় পার্টি নেতা ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, নেজাম সওদাগর, তাপস বড়ুয়া,আবুল কাসেম, রুবেল খান,নুরুল ইসলাম, আমিন ফারুকী, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম গান্ধী, সহ জাতীয় পার্টি উপজেলা পৌরসভা অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।