চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছুদু তালুকদার বাড়ি জানাজার মাঠ নিয়ে সংঘর্ষের আশংকা দিয়েছে এনিয়ে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ি সংঘর্ষে আশংকা বিরাজমান। ফলে বিষয়টি নিয়ে ঐ এলাকার মৃত ওবাইদুর রহমান এর পুএ মমতাজুর রহমান গং বাদী হয়ে একই এলাকার গোলাপর রহমান গং এর বিরুদ্ধে পটিয়া সিনিয়র যুগ্ম জেলা জজ আদালতে মামলা নম্বর ৪১/২৫ ইং দায়ে করেছে। ছুূদু তালুকদার বাড়ি জানাজার মাঠ নিয়ে বাদী-বিবাদীর মধ্যে বিরোধ দেখা দিলে মমতাজুর রহমান বাদী হয়ে মহামান্য আদালতে মামলা দায়ে করলে আদালত উপরোক্ত বিবাদীদের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন।
এতে আদালত জমির প্রকৃতি, চরিত্র, দখল এবং যেকোনো ধরণের হস্তান্তরের ক্ষেত্রে তাদের লিখিত আপত্তি জমা না দেওয়া পর্যন্ত কঠোর স্থিতাবস্থা বজায় নিয়ে নির্দেশ দেন। ফলে আদালতের আদেশ অনুযায়ী জানাজা মাঠে জায়গা বেচা- বিক্রি হস্তান্তর তথা রুপ পরিবর্তন করা যাবে না। মহামান্য আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ার ফলে স্থানীয় জনগণ সন্তুষ্ট। বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী এডভোকেট লিটন কান্তি গুহ।