পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গা পাড়ায় জামাল উদ্দিন শাহ্ (র:) বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই শনিবার রাতে ওরশ পরিচালনা কমিটির উদ্যাগে সারাদিন ব্যাপি খতমে কুরআন, মিলাদ ও চেমা মাহফিল, শেষে রাতে আগত ভক্তদের মাঝে তবররক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওলাদে আমির সাদ্দাম শাহ আমেরী,সৈয়দ মুহাম্মদ মাহবুব রশিদ আমেরী, তারেক রহমান রাজনৈতিক দর্শন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মোহাম্মদ মুছা,
পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, ওরশ পরিচালনা কমিটির পক্ষে মোহাম্মদ মোবিন, ওসমান গণী, শফিউল আলম মেম্বার, গ্রাম ডাক্তার আরিফ সহ অনেকে উপস্থিত থেকে মিলাদ মাহফিলের অংশ গ্রহণ করে। এসময় অতিথি বৃন্দ ঢাকা মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।