পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া পৌর সদর বাস স্টেশন সংলগ্ন আনোয়ারা রাস্তার মাথায় আলতাফ মাস্টার ভবনে পটিয়া সিটি আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩ জানুয়ারি শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এ স্কুল উদ্বোধন করা হয়।
এর আগে সিটি আইডিয়াল স্কুলের শিক্ষক- শিক্ষিকা- শিক্ষার্থীরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে পটিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া সিটি আইডিয়াল স্কুলের কার্যনির্বাহী পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলী খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দীন বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, ও সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম।
মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক
অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মাহবুর রহমান, সিটি স্কুল পরিচালনা এর পর্ষদ আনোয়ার হোসেন, আবু মুহাম্মদ হাবিবউল্লাহ, জসিম উদ্দিন, নাইম উদ্দিন, তৌহিদুল আলম ফারুকী,আরিফ হোসেন সবুজ, ফরিদ উদ্দিন, আবদুল মান্নান, শিক্ষিকা আইরিন সুলতানা প্রমুখ।
স্কুল কতৃপক্ষ জানান, তরুণ ও মেধাবী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান হবে পটিয়া সিটি আইডিয়াল স্কুল। এ স্কুল পটিয়া পৌর সদর বাসষ্টেশন আনোয়ারা রাস্তার মাথা আলতাফ ভবন, নতুন আধুনিক ক্যাম্পাসে রয়েছে, পর্যাপ্ত আলো–বাতাস নিশ্চিত করা, ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা, আধুনিক ও মানসম্মত ক্লাসরুম, ছেলে-মেয়েদের জন্য পৃথক বাথরুম সুবিধাসহ আধুনিক মানসম্মত ক্লাসরুম। ফ্লোরে বসার সু-ব্যবস্থা, অনুষ্ঠান আয়োজনের উপযোগী স্থান,শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই এই নতুন যাত্রা। শিক্ষায় গুণগত পরিবর্তনের পথে
পটিয়া আইডিয়াল সিটি স্কুল শিক্ষা পরিবার।