পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়ায় বিএনপির অফিস ভাংচুর মামলায় ধলঘাট ইউনিয়ন আ’লীগে সহ- প্রচার সম্পাদক মহিউদ্দিন মল্ল প্রকাশ মিন্টু ( ৪৮) নামে একজন গ্রেপ্তার করেছে পুলিশ ২০ জুলাই শনিবার পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে মিন্টুকে গ্রেপ্তার করে। মহিউদ্দিন মল্ল মিন্টু ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মল্ল চেয়ারম্যানের বাড়ি মৃত এখলাছ মিয়া মল্লর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দিন মল্লকে বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেপ্তার করেছে।
গত বছর ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মিছিলে হামলা, ভাংচুর, গুলিবর্ষণ সহ বিএনপির ভাংচুরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত থাকার তথ্য রয়েছে মহিউদ্দিন মল্লর বিরুদ্ধে। ২০১৮, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্রে আ’লীগ প্রার্থী সামশুল হক চৌধুরী ও মোতাহারুল ইসলাম চৌধুরীর নির্বাচনী কেন্দ্র সচিব ছিলেন। মহিউদ্দিন মল্ল এর আগেও চেক প্রতারণা মামলায় জেল কেটে ছিল। এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, বিএনপির অফিস ভাংচুর মামলায় মহিউদ্দিন মল্ল’কে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।