চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় টিপু চন্দ্র নাথ (৪৯) নামে এক ব্যাবসায়ীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর রাত প্রায় ৯টার দিকে কামাল বাজার রেলওয়ে জামে মসজিদের সামনে। এ ঘটনায় আরোও দুইজন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরণ করে। আহত টিপু চন্দ্র নাথ হাইদগাঁও ইউনিয়নের উওর নাথ পাড়া মৃত জগবন্ধু নাথের পুএ।এ ঘটনায় আহত টিপু চন্দ্র নাথ বাদী হয়ে মোঃ সাজু (২৮)নাম সহ অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। বিবাদী ছনহরা ইউনিয়ন মন্নানের পুএ তার রেলওয়ে ষ্টেশন এলাকায় মন্নান ষ্টোর নামীয় দোকান রয়েছে ।
আর টিপু চন্দ্র নাথ একতা স্পেশাল, জসিম ক্যামিকাল, ইজি ওয়াশ, এমএইচ গ্রুপ, টাটা টি এর একজন ডিস্ট্রিবিউটর। উক্ত কোম্পানির পণ্য পটিয়া ও চন্দনাইশ এরিয়ায় সরবরাহ করেন। বিবাদীর সাথে পূর্বে তার দোকানে বিক্রয় করার উদ্দেশ্যে পাইকারীতে সাবান ক্রয় করে আসছিলো।এর মধ্যে টিপু চন্দ্র নাথ কাছ থেকে বিবাদী সাবান ক্রয় না করে অল্প দামে নিম্নমানের সাবান ক্রয় করে।উক্ত বিষয়ে জেনেও টিপু চন্দ্র নাথ নিরবে থাকেন। এর একপর্যায়ে ১ সেপ্টেম্বর রাত অনুমান ৮ টার দিকে বিবাদী মো: সাজু ফোন করে তার দোকানে বিক্রয় করার উদ্দেশ্যে সাবান অর্ডার করে। তখন টিপু তাকে আমার নিকট হতে সাবান ক্রয় না করে নিম্নমানের সাবান করার বিষয়ে বললে বিবাদী সাজু খারাপ আচরণ করে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মোঃ নজরুলকে অবগত করেন।
হাজী নজরুল ঐ দিন রাত ৯ টার দিকে বিবাদী সাজুকে ডেকে বিষয়টি জানার চেষ্টা করলে ঘটনাস্থলে টিপু চন্দ্র নাথকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সাজু, টিপু সুন্দর ব্যাবহার করতে বললে সাজু উত্তেজিত হয়ে তার সহযোগিরাসহ টিপু চন্দ্র নাথকে এলোপাতারী কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে বলে অভিযোগ সুএে প্রকাশ।এছাড়াও বিবাদীর হাতে থাকা এসএস পাইপ দিয়ে টিপুর মাথায়
বারী মারলে উক্ত বারী টিপুর নাকের উপরিভাগে লেগে মারাত্মক ফাটা রক্তাক্ত জখম হয়। এসময় টিপুর শোর চিৎকারে তার শ্যালক রিপন কান্তি নাথ ও কর্মচারী মোঃ আবিদ এগিয়ে আসলে বিবাদীগণ তাদেরকেও কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করেন অভিযোগে উল্লেখ করেন।
বিবাদীদের মারধরে টিপু মুমুর্ষ অবস্থায় তার ব্যবসায়িক অনুমান (তিন লক্ষ) টাকা নিয়ে নেন বলে টিপু চন্দ্র নাথের অভিযোগে প্রকাশ পাই। অভিযোগের বিবাদী সাজু বাদী টিপু চন্দ্র নাথ কে পটিয়া এরিয়ায় ব্যবসা করতে দেবে না হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন সে জানান। টিপু চন্দ্র নাথ জানান, আমি সংখ্যালগু হওয়ায় সাজু আমি ও আমার শ্যালক, কর্মচারী তিনজন এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। টিপু বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া থানার ওসি’র হস্তক্ষেপ কামনা করেন।