চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় সাইফুল হাসান টিটু (৪৫) নামে এক যুবলীগ লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের প্রচার সম্পাদক সোমবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম। সাইফুল হাসান টিটু পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকার মোঃ ইউনুছের পুএ।
সে গত উপজেলা নির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি পলাতক সাবেক এমপি মোতাহারুল ইসলাম চৌধুরীর সহযোগিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারান। এছাড়াও দলের প্রভাব কাটিয়ে নিরীহ লোকজন কে হয়রানি করছেন অভিযোগ রয়েছে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন,পটিয়ায় ছাত্র-জনতার মিছিল ও আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগে যুবলীগ নেতা সাইফুল ইসলাম টিটু কে গ্রেপ্তার করা হয়েছে । মঙ্গলবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে