পটিয়া নিজস্ব সংবাদ দাতা: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন শিক্ষা সপ্তাহ ২০২৬ ইং গুনী শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরের চক্রশালা স্কুলে নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলার সহ-সভাপতি আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, সাধারণ সম্পাদক অরুণ কুমার মিএ, দক্ষিণ জেলার সাংস্কৃতিক সম্পাদক
ও চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, পটিয়া উপজেলার যুগ্ম সম্পাদক পীযুষ কুমার দে, তৃষ্ণা বড়ুয়া,মোহাম্মদ রিয়াদ,দুলাল কান্তি চৌধুরী, মিজানুর রহমান, রুবেল, কানুন রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, নাছির উদ্দীন গুনী পটিয়া উপজেলার শ্রেষ্ট
প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন, গুনি শিক্ষকরা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তাঁরা শুধু জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুপ্ত প্রতিভা বিকাশ করে তাদের ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন, নাছির উদ্দীন
অএ এলাকায় শিক্ষার গুনগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। যাহা আধুনিক মানসম্মত নৈতিক শিক্ষা, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে
অগ্রণী ভুমিকা পালনে অপরিহার্য। শিক্ষকরা হলেন জ্ঞানের উৎস এবং সমাজের আয়না, যারা কুসংস্কার দূর করে আলোকিত সমাজ গঠনে প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করেন শিক্ষক সমাজ।