পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে হয়রত নুর উদ্দীন ফকির সৃতি সংসদের উদ্যােগে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার খেলা সম্পন্ন হয়েছে। উক্ত টুর্নামেন্টে ২৪ টি দল অংশ গ্রহণ করে। গত ৩ জানুয়ারি শনিবার স্থানীয় স্কুল মাঠে কোয়ার্টার ফাইনাল খেলায় কে. এস স্পোটিং ক্লাব ও ওয়ারিয়র্স একাদশ’কে ট্রাইবেকারে পরাজিত করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সমাজ সেবক মোস্তাক আহমদ, বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীডা সংগঠক লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সমাজ সেবক শফিউল বশর,
মোহাম্মদ রুবেল খান,ফারুক প্রবাসী, আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ হাসান, সুমন, সাইফুল্লা, ফরহাদ, জিসান, রুহান, রাব্বি, মামুন, নিশাদ, সামি, বাবু, আরফাত প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্য মোস্তাক আহমদ বলেন, খেলাধুলা শুধুমাত্র শারীরিক সুস্থতাই দেয় না, বরং এটি নৈতিক শিক্ষা ও আদর্শ জীবন গঠনের এক শক্তিশালী মাধ্যম, যা শৃঙ্খলা, নেতৃত্ব, ধৈর্য, আত্মবিশ্বাস, সততা, ও দেশপ্রেমের মতো গুণাবলি বিকাশে সাহায্য করে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তোলে, যা সুস্থ ও পরিপূর্ণ জীবনযাপনের জন্য অপরিহার্য। মোস্তাক আহমদ খেলাধুলার পাশাপাশি শিক্ষাই সুশিক্ষিত হয়ে নৈতিক শিক্ষা মাধ্যমে আদর্শ জীবন গঠনের আহবান জানান।