পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এম এয়াকুব আলীর পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি) পটিয়া উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ ব্যাপক গনসংযোগ করে ছাতা মার্কার ভোট প্রার্থনা করেন। এলডিপি’র নেতৃবৃন্দ ২৬ জানুয়ারি বিকালে মুন্সেফ, খাসমহল রোড়, আদালত রোড়, থানার মোড়, ছবুর রোড়, ক্লাব রোড়, নতুন থানার হাটে ছাতা মার্কার সমর্থন গনসংযোগ শিল্পতি এম এয়াকুব আলী কে ছাতা মার্কার ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক আয়ুব আলী, পটিয়া পৌরসভা এলডিপি’র সভাপতি গাজী আমির হোসেন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাদের জামান, কবির সওদাগর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম, রঞ্জুন ধর, প্রচার সম্পাদক মোহাম্মদ কাদের, টিপু সুলতান, কানুন, খোরশেদ আলম প্রমুখ। এসময় দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক মনসুর আলম বলেন পটিয়াকে সন্রাসী, চাঁদাজি মুক্ত করতে ছাতা মার্কার বিজয় নিশ্চিত করার আহবান জানান।