পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া অটোটেম্পু, অটো টেসক্সী, সিএনজি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নম্বর ৭৩৫০ এর নির্বাচন ব্যাবস্তাপনা কমিটি তফসিল ঘোষণা করা হয়েছে। ১৫ অক্টোবর বুধবার বিকালে উপজেলা সমবায় কার্য়লয়ে সমবায় অফিসার মোহাম্মদ শফিউল আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এবারের নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন দায়িত্ব নিয়োজিত থাকবে। তফসিল ঘোষণার পর শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে অনুযায়ী আগামী ১৫ নভেম্বর কর্ণফুলী কমিউনিটি সেন্টার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
এতে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন নির্বাচন ব্যাবস্তাপনা কমিটির সভাপতি সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সদস্য সহকারী পরিদর্শক মৃত্যুঞ্জয় দাশ ও সহকারী পরিদর্শক মো: ফারুক আব্দুল্লাহ বাপ্পী উপজেলা সমবায় কার্য়লয়। তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পটিয়া অটোটেম্পু সমিতির ব্যাবস্তাপক কে.এম. আমজাদ হোসেন, অন্তবর্তিন ব্যাবস্হাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন, সদ্য মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য মোহাম্মদ এরশাদ হোসেন সহ সমিতির সাবেক সভাপতি, সম্পাদক সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে মনোনয়নপএ সংগ্রহ করবে উপজেলা সমবায় কার্য়লয় হইতে ১৯ অক্টোবর সকাল ১১ টা থেকে ২২ অক্টোবর পর্যন্ত, মনোনয়ন পএ দাখিল ২৩ অক্টোবর সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত,।
মনোনয়ন যাচাই- বাছাই এবং প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ ২৬ অক্টোবর বিকাল ৩ টায়, আপীল আবেদন ২৭ ও ২৮ অক্টোবর অফিস চলাকালীন সময় চট্টগ্রাম জেলা সমবায় কার্য়লয় এবং আপীলের শুনানী গ্রহণ ও নিস্পক্তিকরণ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর জেলা সমবায় অফিস। আপীল পরবর্তী বৈধ তালিকা প্রকাশ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ৪ ও ৫ নভেম্বর প্রতিক বরাদ্দ ও বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ ৬ নভেম্বর বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত। ভোট গ্রহণ ১৫ নভেম্বর সকাল ৯ টা থেকে একটানা ৪ টা পর্যন্ত কর্ণফুলী কমিউনিটি সেন্টারে। এবারের পটিয়া অটোটেম্পু সমিতির নির্বাচনে মোট ভোটার রয়েছে ১ হাজার সাতশত ৬২ জন। শ্রমিককরা তাদের পছন্দের প্রার্থীকে ভোঠ দিয়ে নেতৃত্ব নির্বাচিত করবে বলে জানান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ শফিউল আলম।