পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের উদ্যোগে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ ইং ১২ রবিউল আউয়াল শনিবার পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা জুলুস উদযাপন পরিষদের আহবায়ক শাহসূফি সৈয়দ মেহেরাজুল আলম শাহ আমির ভান্ডারী (মদ্দাজিল্লুহুল আলী)র সভাপতিত্বে অনুষ্টিত হয়। আমির ভান্ডার কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আমির ভান্ডার কমপ্লেক্সের সহ সভাপতি শাহসূফি সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরী, আমির ভান্ডার বশরিয়া
এতিমখানার সভাপতি শাহসূফি মামুন রশীদ শাহ আমিরী, শাহসূফি করিমুল মোস্তফা আমিরী, সিরাজুল মোস্তফা আমিরী, শাহজাদা কামাল হোসাইন আমিরী,শাহজাদা খলিলুজ্জমান আমিরী, শাহজাদা মহি উদ্দিন শাহ আমিরী, শাহজাদা শহীদ শাহ আমিরী, শাহজাদা একরামুল হক আমিরী, শাহজাদা আশরাফুজ্জমান আমিরী, জুলুস উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক আমির হোসেন, আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জামান আমিরী ,বিশিষ্ট ব্যাংকার নুরুল আমিন, সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, জুলুস উদযাপন পরিষদের অর্থ সচিব ইমরানুল আলম, সাবেক কমিশনার বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী ভুট্রো, ফউজুল করিম ,শাহজাদা জিয়াউল হোসাইন আমিরী, মনজুরুল আলম চৌধুরী প্রমূখ। এতে আগামী শনিবার ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব মানবতার অগ্রদূত, সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সাঃ)
এর ১৫০০তম শুভাগমন দিবস উপলক্ষে আমির ভান্ডার দরবার শরীফ থেকে ৪৯তম জশনে জুলুস ব্যাপক আয়োজনে উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং বিভিন্ন উপ কমিটির কাজের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এতে বলা হয় আমির ভাণ্ডার দরবার শরীফ হতে হযরতুলহাজ্ব শাহসুফি ডা: সৈয়্যদ মুহাম্মদ খায়রুল বশর শাহ আমিরী (রহ:)’র প্রতিষ্ঠিত ৪৯তম আজিমুশশান জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা:) ৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল শনিবার সকাল ৯ টায় আমির ভান্ডার দরবার শরীফ হতে বের হয়ে পটিয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে এসে মিলাদুন্নবী (সাঃ) এ সমবেত হবে । এতে মিলাদ মাহফিল শেষে আখেরী মুনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হবে। প্রস্তুতি সভায় উক্ত জশনে জুলুস সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।