পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে আঞ্জুমানে আশেকানে পেয়ারু শাহ আমির ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের ব্যাবস্তাপনায় আজিমুশশান জশনে চরকার গাউসে আযম ১১ দিনব্যাপি মাহফিলের দ্বিতীয় দিবস ২৩ সেপ্টেম্বর বাদে এশার অনুষ্ঠিত হয়। মাহফিলেবক্তারা বলেন, হযরত গাউসুল আজম আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলায়হি ছিলেন বেলায়তের সম্রাট। আধ্যাত্মিক জগতের বহু উচুমানের অধিকারি। তিনি আধ্যাত্ম সাধনা, ওয়াজ-নসিহত ও লেখনির মাধ্যমে মুসলমানদের সঠিক পথের দিশা দিয়েছেন। ইসলামের নামে আবির্ভূত বিভিন্ন বাতিল ফের্কার স্বরূপ উন্মোচন করে ক্বোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের সঠিক রূপরেখা জনসমক্ষে তুলে ধরে বিভ্রান্তির হাত থেকে মুসলমানদের রক্ষায় অতন্দ্র প্রহরির ভূমিকা পালন করেছেন।
তাই তিনি মুহিউদ্দীন বা দ্বীন ইসলামের পুনর্জীবন দানকারী হিসেবে মুসলিম উম্মাহর নিকট পরিচিত। মিলাদ মাহফিলে সভাপতিত্বে করেন শাহসুফি সৈয়দ শামুন রশীদ শাহ আমির ভান্ডারী, আলোচক ছিলেন, আল্লামা ইলিয়াস আল-কাদেরী, মাওলানা জাহাঙ্গীর আলম আল-কাদেরী, মুফতি বখতিয়ার হামিদ আল-কাদরী। উপস্থিত ছিলেন, শাহসুফি সৈয়দ মাসুদ উজ্জমান আমিরী,আল্লামা শাহসুফি সৈয়দ নেওয়াজ উজ্জমান আমিরী, মুফতি শাহজাদা সৈয়দ দৌলত উজ্জমান আমিরী, মোস্তাক আহমদ, মোহাম্মদ মকসুদ প্রমুখ।