পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩১ অক্টোবর শুরু বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে, শিক্ষক জুয়েল বড়ুয়া ও নাছরিন আকতার যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা চিন্তক,লেখক, গবেষক ও শিক্ষক প্রশিক্ষন কলেজ চট্টগ্রাম ডক্টর শামসুদ্দিন শিশির, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের গনিত বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ফোরকান, প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিধ ও কবি, শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রফেসর এ. এম. এম মুজিব রহমান, বিশেষ অতিথি ছিলেন, লেখক ও শিক্ষাবিধ অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব,
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) চেয়ারম্যান লায়ন দিদারুল ইসলাম, কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক এস.এম. মোহাম্মদুল হক মাষ্টার, বক্তব্য রাখেন শিক্ষক রহিম উদ্দিন, আবু সিদ্দিক, সুভাষ দে,,মহিউদ্দিন নুরী, রফিকুল ইসলাম, আশরাফ উদ্দিন, আইনান আশরাফি, চুমকি বড়ুয়া, আফরোজা সুলতানা, জেসমিন আকতার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শামসুদ্দিন শিশির বলেন,শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, তাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে, যা তাদের বুদ্ধি, বিবেক ও আত্মসংযম তৈরিতে সাহায্য করবে। সুনাগরিকদের মধ্যে দেশপ্রেম, আইনের প্রতি শ্রদ্ধা, এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের মতো গুণাবলী গড়ে তোলা সম্ভব। যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এর লক্ষ্যে পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন অগ্রণী ভুমিকা রাখছে তার পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে।